বিরামপুরে যুবককে হত্যা করে কুয়ায় নিক্ষেপ
বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের রামদেবপুর গ্রামে একজনকে কুপিয়ে হত্যা করে কুয়ার ভিতর লাশ ফেলেছে দুবৃত্তরা। ২৫ এপ্রিল পুলিশ কুয়ার ভিতর থেকে লাশ উদ্ধার করেছে।
জানা গেছে, উপজেলার রামদেবপুর গ্রামের ইয়াকুব আলীর পুত্র নবীনুর ইসলাম (৩৫) প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে রতনপুর বাজারে যায়। রাতে ফিরে না আসায় তার পরিবারের লোকজন খোজাখুঁজির পর শনিবার বাজারের রাস্তা সংলগ্ন ভুট্টা ক্ষেতের কুয়ার ভিতর নিহত নবীনুরকে দেখতে পায়। খবর পেয়ে থানা পুলিশ দুপুরে কুয়ার ভিতর থেকে লাশ উদ্ধার করেছে।
তদন্ত কর্মকর্তা এসআই মমতাজুল ইসলাম জানান, দুর্বৃত্তরা নবীনুরকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করেছে। রতনপুর বাজারের আবু ডিলার জানান, রাত ১০টার দিকে নবীনুর বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল।
থানার ওসি আমিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, হত্যা ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।
মন্তব্য চালু নেই