বিরামপুরে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জোরালো উদ্যোগ
বিরামপুরস্থ দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ বুধবার (১৩ মে) থেকে জেলার বিরামপুর, ঘোড়াঘাট, ফুলবাড়ি, পার্বতীপুর, নবাবগঞ্জ ও হাকিমপুর উপজেলার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ জোরালো ভাবে শুরু করেছে। যেসব স্থানে বিদ্যুৎ প্রয়োজন সেখানে পবিস’র লোকজন এসে দ্রুততম সময়ের মধ্যে সংযোগ প্রদান করবে।
এ উপলক্ষ্যে ঢাকামোড়ে গ্রাহকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রাজ্জাক, এজিএম (প্রশাঃ) সন্তোষ কুমার মহন্ত, এজিএম (ওয়েন্ডেম) কাজী হাফিজুল ইসলাম, ইসি জাফরুল ইসলাম, কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন প্রমূখ।
মন্তব্য চালু নেই