বিরাট-রবির কোন দ্বন্দ নেই!
আন্তর্জাতিক টেনিস লিগে ইউএই রয়্যালের মালিক হয়েছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি, একই দলের পরিচালক ও উপদেষ্টা হয়েছেন ভারতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ রবি শাস্ত্রি। একই দেশের দুইজন একই সাথে থাকলেও টেনিস দলে দেখা দিয়েছে লভ্যাংশ নিয়ে ঠান্ডা দ্বন্দ।
কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)সচিব অনুরাগ বসু মনে করেন এধরনের সংবাদ সম্পূর্ন ভিত্তিহীন। তিনি বলেন ‘এটা বিরাট এবং রবির যৌথ মালিকানার দল, এখানে সমস্যা থাকতেই পারেনা। এটা সম্পূর্ণ ভিন্ন এক খেলা এখানে সমস্যার কিছু নেই।’
রবিবার বিসিসিআইয়ের বোর্ড মিটিংয়ে আলোচনার এক পর্যায়ে অনুরাগ ঠাকুর বলেন, ‘যেকোন দলের লভ্যাংশ দলের কর্মকর্তা ও খেলোয়ারদের মধ্যে ভাগ করা হয় তাই এ নিয়ে কোন দ্বন্দ হবেনা।’
সূত্রঃ এনডিটিভি
মন্তব্য চালু নেই