বিরাট কোহলি ব্যাগ টানছেন আনুশকার!

পৃথীবি বড়ই অদ্ভুত, কত কিছুই না ঘটে এই রহস্যঘেরা পৃথীবিতে । এই জগৎ সংসার কতইনা রহস্যময় । প্রেমিকার জন্য কত কিছুই না করতে হয়, কত ত্যাগ স্বিকার করতে হয় । একজন প্রেমিককে কত দায়িত্ব নিতে হয়, প্রেমিকাকে নিয়ে বেড়াতে যেতে হয়, প্রেমিকাকে নিয়ে মার্কেটে যেতে হয়, প্রেমিকা কেনাকাটা করতে গেলে ব্যাগ হাতে নিয়ে তাঁকে সাহায্য করা এই সবগুলোই প্রেমিকের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যেই পড়ে। সেই কর্তব্য পালন করতে দেখা গেলো এবার ভারতীয় দলের বড় মাপের একজন ক্রিকেটার বিরাট কোহলিকে ।

আনুশকা শর্মা যখন কেনাকাটায় ব্যস্ত কোহলিেক তখন দেখা গেলো আনশকার ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে । এমনই এক ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে উইলম্বডনের সময়। দুজন গিয়েছিলেন টেনিস খেলা দেখতে। সেখানে তাঁরা একসঙ্গে খেলা দেখার পর বেরিয়ে পড়েন কেনাকাটা করতে। সেখানেই আনুশকার কেনাকাটার ব্যাগ ধরে দাঁড়িয়ে ছিলেন কোহলি। আনুশকাও অনেক খুশি। হাজার হোক এমন প্রেমিক কী সহজে জুটে সবার কপালে ?

(টাইমস অব ইন্ডিয়া)



মন্তব্য চালু নেই