‘বিরাট আমার আর্মক্যান্ডি’ :আনুশকা
প্রথমবারের মতো একসঙ্গে লাল গালিচায় দেখা গেল বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে। মঙ্গলবার রাতে মুম্বাইয়ের একটি পত্রিকার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই তারকা প্রেমিক জুটি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনুশকা প্রেমিক বিরাট সম্পর্কে বলেন, ‘বিরাট আমার আর্মক্যান্ডি। দারুণ সুপুরুষ।’
অনুষ্ঠানে কখনো ক্রিকেটার প্রেমিক মুগ্ধ চোখে তাকিয়ে ছিলেন সুন্দরী প্রেমিকার দিকে। কখনো প্রেমিকের কোমর জড়িয়ে ধরে হাঁটলেন আনুশকা। কখনো আবার তিনি হাসতে হাসতে জরিয়ে ধরলেন বিরাটকে। বিরাট-আনুশকার বিরল সব দৃশ্য ক্যামেরাবন্দি করেন সাংবাদিকরা। পরে বিরাট নিজেও সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন।
সম্প্রতি উইম্বলডনে রজার ফেডেরারের ম্যাচে সস্ত্রীস শচিন টেন্ডুলকারের পাশে দেখা গিয়েছিল আনুশকা-বিরাটকে। সেখানে এই নায়িকা বলেছিলেন, ‘ছুটি দারুণ উপভোগ করছি। দু’জনের জন্যই সেটা খুব জরুরী ছিল।’
মন্তব্য চালু নেই