বিরাটের স্ত্রী আনুষ্কা

ভারতীয় ক্রিকেট দলের সহঅধিনায়ক বিরাট কোহিলে আর বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মার প্রেম এখন আর গোপন নয়। প্রায় তারা সংবাদ মাধ্যমের শিরোনামে আসেন। প্রেম করছেন দীর্ঘদিন ধরে। বিয়েও করবেন বলে শোনা যাচ্ছে।

তবে এবার ঘটলো নতুন ঘটনা। বিয়ের আগেই এই জুটিকে স্বামী স্ত্রী বানিয়ে দেওয়া হল। আর সে কাজটি করেছেন চ্যানেল নাইনের টিভি উপস্থাপন মাইকেল স্ল্যাটার। মেলেবার্নে অনুষ্ঠিত ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের তৃতীয় টেস্টের শেষ দিন ঘটনাটা ঘটে। ঐ উপস্থাপক খেলার বর্ণনা দিতে গিয়ে এক পর্যায়ে বলে ফেলেন ‘বিরাটের স্ত্রী আনুষ্কা’। যদিও তিনি সঙ্গে সঙ্গে তার ভুল শুধরে নেন।



মন্তব্য চালু নেই