বিরাটের সঙ্গে আর সম্পর্ক নয়: আনুশকা

কয়েকদিন আগে শোনা গিয়েছিল, বিরাট কোহলি আর আনুশকা শর্মা নাকি আবার সম্পর্কে ফিরছেন। কিন্তু আনুশকার পক্ষ থেকে জানা গেল, সে কথা সত্যি নয়। শোনা যাচ্ছে, আনুশকা নাকি আর বিরাট কোহলির সঙ্গে সম্পর্কে জড়াতে চান না।

ওদিকে মিডিয়ায় গুঞ্জন, আনুশকা বিরাটকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি আর সম্পর্কে ফিরতে চান না। বিরাটের সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান তিনি। তার নিজস্ব স্পেস চাই। তিনি এই কয়েকদিন খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছেন। এখন যথেষ্ট শক্ত হয়েছেন। তাই আর বিরাটের সঙ্গে সম্পর্কে থাকতে চান না তিনি।

শোনা গেছে, তাদের প্রেমের সম্পর্ক ঠিক হওয়ার সম্ভাবনা খুব কম। মিডিয়ার কিছু মানুষের মতে, আনুশকা নাকি মনে করেন, বিরাট আবারও তার মন ভাঙতে পারেন। তাই আর সেই পথে যেতে চান না তিনি।



মন্তব্য চালু নেই