বিরাটের ট্যুইটে কীসের ইঙ্গিত?
বরাবরই ভক্তদের আগ্রহের কেন্দ্রে বিরাট-আনুষ্কা। অনেকবার খবর ছড়িয়েছে যে, বিয়ে করছেন তারা। কিন্তু সবসময়ই অস্বীকার করে এসেছেন এ দুই তারকা। বছরের শুরুতেই জোর গুঞ্জন ছিল, ‘তারা বিয়ে করছেন’। বিষয়টা নিয়ে তারা বিভিন্ন মহলে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন। অবশেষে বাধ্য হয়ে দুই তারকা আলাদা করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে জানান, ‘না বিয়ে করছি না। ’
হাতে হাত ধরে ঘুরে বেড়ালেও সম্পর্ক নিয়ে কখনই প্রকাশ্যে মুখ খোলেননি দুই তারকা। বিদেশে এক হোটেলে, নির্জন সমুদ্র সৈকতে একান্তে অনেক সময় কাটালেও বিয়ে নিয়ে তাদের অবস্থান বরাবরই এক। ‘না’। ‘কফি উইথ করণ’-এ চেষ্টা করেও বিরাটের সঙ্গে সম্পর্ক নিয়ে অানুষ্কার মুখ খোলাতে পারেননি সঞ্চালক করণ জোহর।
কিন্তু, ভ্যালেন্টাইন সপ্তাহের প্রথমেই বিরাট কোহলির একটি ট্যুইটে ফের গুঞ্জন শুরু হয়েছে। নিজের একটি ভিডিও পোস্ট করে বিরাট লিখেছেন, ‘যখন দুনিয়াকে তোমার কিছু বলার রয়েছে, কিন্তু বলতে পারছো না। ’
ভাইরাল হয়ে যায় ট্যুইট। এই ট্যুইটের ভেতরেই বক্তব্যের গভীরতা খোঁজার চেষ্টা করছেন বিরুষ্কার ভক্তরা। ভক্তদের ধারণা, অানুষ্কার সঙ্গে সম্পর্ক নিয়েই এই ট্যুইট করেছেন বিরাট। হয়ত তারা কিছু বলতে চাইছেন কিন্তু অহেতুক হৈ চৈ আর ঝামেলা এড়াতে চেপে যাচ্ছেন।
মন্তব্য চালু নেই