বিরল ঘটনা: অভিন্ন যমজ তিন শিশুর জন্ম!
সাধারণত আমরা সবসময় যমজ শিশু বলতে দুইজন শিশুকে বুঝি। কিন্তু এদের মাঝে কিছুটা হলেও তফাৎ থাকে যাতে করে তাদেরকে চেনা যায়। কিন্তু এই যমজ তিন শিশুর মাঝে কোন ধরণের পার্থক্য নেই। প্রাথমিকভাবে, এই তিন শিশুর বাবা কেলি এবং মা জেসন ফেনলি জানতেন যে তাদের তিনটি সন্তান হতে চলেছে। তারা তাদের আর্থিক অবস্থার সম্পর্কে উদগ্রীব ছিলেন।
কিন্তু তাদের তিন সন্তানের জন্মের পর তারা মনে করেন, তারা ‘জেনেটিক লটারি’ জিতেছেন। তিনজন সন্তান তাও আবার দেখতে অভিন্ন, এরকম বিরল ঘটনা খুব কম ঘটে। হাগিস এর মতে, এরকম অভিন্ন তিনজন সন্তান প্রতি ৪,০০০ গর্ভধারণের মধ্যে একবার ঘটতে পারে।
অভিন্ন তিনজন শিশু খুঁজে বের করা অনেক দুর্লভ হলেও এর পরিসংখ্যান এর ব্যাপারে বিশেষজ্ঞদের অসম্মতি রয়েছে। যমজ দুই শিশুর মাঝে সম্পূর্ণ মিল পাওয়া যায় ৬০,০০০ জনের মাঝে এবং প্রকৃতভাবে মিলানো যায় ২ মিলিয়নের মাঝে।
এই তিন শিশুর দম্পতি স্থানীয় গণমাধ্যমকে তাদের শিশুদের দেখায়। এই তিনজন শিশু উইনথ্রপ বিশ্ববিদ্যালয় হাসপাতালে জন্মগ্রহণ করেন। ফেনলি প্রথম থেকেই জেনেটিক লটারি কিনে রেখেছিল। এখন সে লটারির পুরষ্কার তাদের প্রাপ্য।–সূত্র: মেট্রো।
মন্তব্য চালু নেই