বিয়ের পর লিপ লকে অরুচি জনের

বিয়ের পর শুধরে গেলেন জন। না! আর কোন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে চান না এই নায়ক। কিছুদিন আগে ‘ওয়েলকাম ব্যাক’ ছবির একটি রোম্যান্টিক দৃশ্যে শ্রুতি হাসানকে কিস করতে নারাজ হয়েছিলেন তিনি। কারণ হিসাবে জানিয়েছিলেন, “শ্রুতির সঙ্গে তাঁর কমফোর্ট জোনটা এখনও তৈরি হয়নি৷” কিন্তু এবার আর কোনও অজুহাত নয়। সোজা ভাষায় জানিয়ে দিলেন, “আমি আর কোনও ছবিতে লিপ লক দৃশ্যে অভিনয় করতে চাই না”।

কেরিয়ারের শুরু থেকেই খুল্লামখুল্লা পোশাক ও সাহসী দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছে জনকে। কিন্তু আর নয়। এবার থেকে আর কোনও রকম উত্তেজিত দৃশ্যে অভিনয় করবেন না বলিউডের এই হার্টথ্রব। এই বিষয়ে তিনি সলমনের পথে হাঁটতে চাইছেন। বলিউডের র‍্যোমান্টিক হিরোদের মধ্য অন্যতম সলমন। কিন্তু এযাবৎকাল এই সুপারস্টারকে কোন কিসিং দৃশ্যে অভিনয় করতে দেখা যায়নি।

আপাতত ‘ওয়েলকাম ব্যাক’ ও ‘হেরাফেরি-থ্রি’ ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন জন আব্রাহাম।



মন্তব্য চালু নেই