বিমানে নিষিদ্ধ করা হল স্যামসাং গ্যালাক্সি নোট ৭
বিমানে ভ্রমণ করার সময় ব্যবহার করা, এমনকী ব্যাটারি চার্জ করাও যাবে না স্যামসং গ্যালাক্সি নোট ৭। চেক-ইন-এর সময়েই এই ফোন নিয়ে বিমানে প্রবেশ করার অনুমতি পাওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে বিমান কর্তৃপক্ষ। শোনা গিয়েছিল যে, এই ফোনের ব্যাটারি থেকে নাকি বিস্ফোরণ ঘটতে পারে। সাম্প্রতিককালে স্যামসং গ্যালাক্সি নোট ৭ থেকে ঘটে যাওয়া ব্যাটারি বিস্ফোরণের জেরেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিমান পরিষেবা।
সারা বিশ্ব জুড়েই বিমান পরিষেবা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলাই বাহুল্য, এইভাবে নিষিদ্ধ হয়ে যাওয়ার জন্য স্যামসং-এর ভাবমূর্তি বেশ খানিকটা ক্ষুন্ন হয়েছে। গত এক সপ্তাহের মধ্যেই বিস্ফোরণের প্রায় ৩৫ টি ঘটনা ঘটেছে। আর এর জন্য মূলত স্যামসং-এর ব্যাটারি সরবরাহকারীদের গাফিলতি বলেই ধরা হচ্ছে।
মন্তব্য চালু নেই