বিমানবন্দরে নেমে যা বললেন মাশরাফি
শুধু ভালো সময়েই নয়, খারাপ সময়েও দলের পাশে থাকার জন্য সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বিশ্বকাপ মিশন শেষে বাংলাদেশে ফিরেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসে এ কথা জানান তিনি। একই সঙ্গে এভাবেই সবসময় তাদের পাশে থাকার জন্য বলেন তিনি।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বসে অধিনায়ক জানান, দেশের মানুষ তাদের কাছে আরো ভালো কিছু আশা করেছিলো কিন্তু তারা সেটি দিতে পারেননি।
তিনি বলেন, ‘জীবন থেমে থাকে না। ইনশাআল্লাহ সামনে আরো ভালো কিছু হবে। আপনাদের আশা আমরা পূরণ করতে পারিনি, এজন্য আমাদেরও কষ্ট লেগেছে। আপনারা (সমর্থকরা) যেভাবে আমাদের পাশে ছিলেন আগামীতেও থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।’
শনিবার রাত ১০টায় মেলবোর্ন বিমানবন্দর থেকে রওয়ানা দিয়ে রবিবার সন্ধ্যা ৭.৪৪ মিনিটে দেশে পৌছায় বাংলাদেশ ক্রিকেট দল।
মন্তব্য চালু নেই