বিমানবন্দরে নেমেই সংবাদ সম্মেলন করবেন কামাল

২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপের সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ‘অপ্রীতিকর’ ঘটনার প্রেক্ষাপট তুলে ধরে সংবাদ সম্মেলন করবেন আইসিসির সভাপতি আ হ ম মুস্তফা কামাল। অষ্ট্রেলিয়া থেকে দেশে ফিরে বিমানবন্দরে নেমেই তিনি এ সংবাদ সম্মেলন করবেন।

পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তাপস কুমার বোস বলেন, ‘আইসিসির সভাপতি আগামী বুধবার সাড়ে ১১টায় শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন। বিমান থেকে নেমেই তিনি ২০১৫ ক্রিকেট বিশ্বকাপে ঘটে যাওয়া আলোচিত ঘটনাগুলোর প্রেক্ষাপট ও পরবর্তী করণীয় জাতির সামনে তুলে ধরবেন।’

এর মধ্যে বাংলাদেশ-ভারত ম্যাচের বাজে আম্পায়ারিং, আইসিসি সভাপতিকে বিশ্বকাপ ট্রফি প্রদান থেকে বিরত রাখার মতো কয়েকটি বিষয়ে ব্যাখ্যা করতেই সংবাদ সম্মেলন করবেন বলে জানান তিনি।

প্রসঙ্গত, ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে ১০ মার্চ বিশ্বকাপ উপলক্ষে অস্ট্রেলিয়ায় যান আইসিসি সভাপতি আ হ ম মুস্তফা কামাল।



মন্তব্য চালু নেই