‘বিবাহিত নারীরাই ক্যারিয়ারে বেশি মনোযোগী’

‘বিয়ে হয়ে গেলেই নারীরা সংসার জীবনে ব্যস্ত হয়ে পড়েন’ এমনটাই মনে করেন অনেকে। তবে যুগের সঙ্গে তাল মিলিয়ে পাল্টেছে সমাজ, পাল্টেছে দৃষ্টিভঙ্গীও।

এখন আর বিয়ে মানেই নারীদের ক্যারিয়ারে ইতি নয়। সংসার সামলেও দিব্যি কাজ করছেন তারা। বরং অবিবাহিত নারীদের থেকে অনেক বেশি সংখ্যক বিবাহিত নারী সাফল্যের সঙ্গে কাজ করছেন ঘরের বাইরেও।
সম্প্রতি ২০১১ সালের জনগণনার একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানেই সামনে এসেছে এই তথ্য।

গণনায় জানা গেছে, সন্তানের জন্ম দিতে সক্ষম এমন বয়সী নারীদের মধ্যে মাত্র ২৭ শতাংশ অবিবাহিত নারী কাজ করেন। যেখানে বিবাহিত কর্মরত নারীদের সংখ্যা শতকরা ৪১ ভাগ। ১৫ থেকে ৪৯ বছরের নারীদের এই বিভাগে রাখা হয়েছে। তবে এই সাফল্যের একটি অন্যদিকও রয়েছে।

সমীক্ষায় দেখা গেছে, বিবাহিত কর্মরত নারীদের মধ্যে সন্তানধারণের হার গত দশকের তুলনায় অনেকটাই কমে গেছে। বিশেষজ্ঞদের মতে, কাজ ও সংসার দুই দিক সামলানোর চাপেই নারীদের মধ্যে সন্তানধারণের ইচ্ছা কমে যাচ্ছে।



মন্তব্য চালু নেই