বিবাহসূত্রে যখন ক্রিকেটাররাও আত্মীয়

মাঠে তারা এক সাথে খেলে যাচ্ছেন; প্রতিপক্ষের সাথে লড়ছেন কাঁধে কাঁধ মিলিয়ে। সেই তারাই পারিবারিক সম্পর্কে আত্মীয়; আর সেই পারিবারিক মেলবন্ধনটা হয়েছে বিয়ের সূত্র ধরে।

আর এই বৈবাহিক সম্পর্কে আবদ্ধ ক্রিকেটারদের কথা বলতে গেলে বাংলাদেশি সমর্থকদের প্রথমেই মাথায় আসবে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের কথা। একই পরিবারের দুই মেয়েকে বিয়ে করেছেন তারা। তারা দু’জন হলেন মিষ্টি ও মন্ডি।

এর অর্থ দাঁড়াচ্ছে, সম্পর্কে মুশফিক ও রিয়াদ ভায়রা ভাই। তবে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে ভায়রা ভাইদের এক সাখে খেলার নজির এটাই প্রথম নয়। সাবেক দুই অধিনায়ক ফারুক আহমেদ ও আকরাম খানও সম্পর্কে ভায়রা-ভাই। পরে, দু’জনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হিসেবে নানা সময় দায়িত্ব পালন করেছেন।

1901352_10204366393055105_3597570858854874986_n

আন্তর্জাতিক ক্রিকেটেও এমন নজির হরহামেশাই দেখা যায়। সম্প্রতি ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এমন ক্রিকেটারদের নিয়ে একটা তালিকা নির্মান করে ফেলেছে। সেই তালিকাটা প্রিয়.কমের পাঠকদের জন্য তুলে ধরা হল –

Sunil-Gavaskar-and-G-Viswanath

১. ড্যারেন লেহম্যান ও ক্রেগ হোয়াইট (অস্ট্রেলিয়া)

২. টেরি এল্ডারম্যান ও রস এমারসন (অস্ট্রেলিয়া)

৩. গুন্ডাপ্পা বিশ্বনাথ ও সুনীল গাভাস্কার (ভারত)

৪. অ্যালেক স্টুয়ার্ট ও মার্ক বুচার (ইংল্যান্ড)

৫. নাথান অ্যাস্টল ও ক্রেইগ ম্যাকমিলান (নিউজিল্যান্ড)

৬. সেলিম মালিক ও ইজাজ আহমেদ (পাকিস্তান)

৭. আব্দুল হাফিজ কারদার ও জুলফিকার আহমেদ (পাকিস্তান)

৮. বিক্রম রাঠোর ও আশীষ কাপুর (ভারত)

৯. বাকা জিলানি ও জাহাঙ্গীর খান (ভারত)

১০. হ্যান্সি ক্রনিয়ে ও গর্ডন পারসন্স (দক্ষিণ আফ্রিকা)

১১. স্ট্যানলি জ্যাকসন ও জ্যাক উইলসন (ইংল্যান্ড)



মন্তব্য চালু নেই