বিবাহসূত্রে আবদ্ধ হলেন সোহা আলি, কুণাল খেমু
আরও এক অভিনেতা-দম্পতি পেল বলিউড। রবিবার বিবাহসূত্রে আবদ্ধ হলেন বলিউড অভিনেতা কুণাল খেমু ও অভিনেত্রী সোহা আলি খান। ৩১ বছরের কুণালের সঙ্গে দীর্ঘদিন ধরেই প্রণয়-পর্ব চলছিল ৩৬ বছরের সোহা আলির। গত বছর প্যারিসে তাঁরা বাগদান-পর্বও সেরে রেখেছিলেন। বিয়েতে দসোহা সাদা লহেঙ্গা-চোলিতে দেখা গিয়েছে। তার ওপর গাঢ় কমলা রঙের দুপাট্টা ছিল। অন্যদিকে কুণালের পরনে ছিল শেরওয়ানি। বিয়ের সময় সোহার মা তথা বলিউডের প্রাক্তন অভিনেত্রী শর্মিলা ঠাকুর, দাদা তথা অভিনেতা সেফ আলি খান, বৌদি তথা অভিনেত্রী করীনা কপূর খান এবং বোন সাবা খান উপস্থিত ছিলেন। বিয়ের ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন কূণাল। একইসঙ্গে, শুভেচ্ছার জন্য ভক্তদের ধন্যবাদও জানান।
মন্তব্য চালু নেই