বিবাহবার্ষিকী মৃত্যুবার্ষিকীতে পরিণত হলো জওয়ানের

বিবাহবার্ষিকী মৃত্যুবার্ষিকীতে পরিণত হল সেনা জওয়ান ধনরাজ মেশরামের। মহারাষ্ট্রের ওয়ার্ধার কাছে পুলগাঁও বিস্ফোরণে মৃতদের তালিকায় রয়েছেন ভারতীয় সেনা জওয়ান ধনরাজও। গত মঙ্গলবার মৃত্যু হয় তাঁর। সেদিনই ছিল ধনরাজের ১৬তম বিবাহবার্ষিকী। বাড়ির ছেলের জীবনের এক বিশেষ দিনে এমন খবর আসায় শোকে ভেঙে পড়ে তাঁর পরিবার। পুলগাঁও বিস্ফোরণে দুই সেনা আধিকারিক সহ মৃত্যু হয় মোট ১৯ জনের। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ ধনরাজের মৃত্যুর খবর পৌঁছয় ধনরাজের নাগপুরের বাড়িতে। তাঁর বাড়িতে মোট আট সদস্য। বাবা-মা’র তৃতীয় সন্তান ধনরাজ। যে সময় বাড়িতে উত্‍সবের আয়োজন হচ্ছিল, সেই সময় ধনরাজের মৃত্যুর খবর আসায় শোকে মূহ্যমান তাঁর স্ত্রী। মহারাষ্টের বিভাপুরের কাছে পাওয়ানি গ্রামে দেশের বাড়ি তাঁদের।

২৩ বছর আগে সেনা বাহিনীতে যোগ দেন ধনরাজ। ১৬ মাস আগে সেনার চাকরি ছেড়ে ডিএসসি-তে যোগ দেন তিনি। সেখানে বর্ডার সিকিউরিটি ডিপার্টমেন্টে কাজ করতেন তিনি। সেনাবাহিনীতে কাজ করার সময় কার্গিল ও জম্মু-কাশ্মীর সীমান্তে পোস্টিং ছিলেন তিনি।-এই সময়



মন্তব্য চালু নেই