বিপিএল ফাইনালে ম্যাচে সাকিব-স্যামিদের পাশাপাশি স্টেডিয়াম মাতাবেন জেমস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজ ফাইনাল ম্যাচে সাকিব-স্যামিদের পাশাপাশি দর্শক মাতাবেন নগর বাউল খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী জেমস।

বিপিএলের ফাইনালে দর্শকদের জন্য শুক্রবার বিকেল ৪টা থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গান পরিবেশন করবেন তিনি। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। খেলা দেখানোর পাশাপাশি জেমসের গান গাওয়ার অনুষ্ঠানটিও সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।

বিপিএলের চতুর্থ আসরের ফাইনালে কাল মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস।

এদিকে, জেমসের গান ছাড়াও বিপিএলের প্রতিটি দলের থিম সংয়ের সঙ্গে ২০ জন নৃত্যশিল্পী নাচবেন বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই