বিপিএল, আইপিএলের মতো টুর্নামেন্টের আয়োজন করবে ইংল্যান্ড
তিনি আরো বলেন, আইপিএল ও বিগ ব্যাশ টুর্নামেন্ট পরীক্ষিত এবং এই দু’টি টুর্নামেন্ট বিশ্বব্যাপী অনেক বেশি জনপ্রিয়। আমরা চাচ্ছি, আমাদের ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্টকে নতুনভাবে শুরু করতে।
২০০৮ সালে প্রথম শুরু হয় আইপিএল। প্রথম আসরেই ক্রিকেটপ্রেমীদের নজর কাড়ে আইপিএল। ফলে প্রতি বছরই সফলতার সাথে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট। বিশ্বের ঘরোয়া লীগগুলোর মধ্যে টি-২০ ফরম্যাটে আইপিএলই প্রথম টুর্নামেন্ট।
এরপর আইপিএলের মত করেই বিভিন্ন দেশের ঘরোয়া আসরে শুরু হতে থাকে টি-২০ টুর্নামেন্ট। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবীয়ান প্রিমিয়ার লীগ, বাংলাদেশে বিপিএলসহ আর বেশক’টি।
তবে একমাত্র ব্যতিক্রম ছিলো ইংল্যান্ড। আইপিএলের থেকে কিছুটা ভিন্নরূপে টি-২০ লিগ আয়োজন করে তারা।
২০০৩ সাল থেকেই ঘরোয়া আসরে টুয়েন্টি টুয়েন্টি লীগ আয়োজন করছে ইংল্যান্ড। প্রথম সাত আসরে টুর্নামেন্টের নাম ছিলো টি-২০ কাপ। এরপর ২০১০ সালে নতুন নামকরন হয় টুর্নামেন্টটির, ফ্রেন্ডস লাইফ টি-২০। আবার ২০১৪ সালে পরিবর্তন হয় টুর্নামেন্টটির। হয় ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্ট।
মন্তব্য চালু নেই