বিপিএলে খেলোয়াড় কিনতে কোন দলের কত খরচ? জেনে নিন…

চার নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর চতুর্থ আসর।

আর সে লক্ষ্যে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হলো শুক্রবার।

নিলামের মাধ্যমে খেলোয়াড় দলে ভেড়ালেও কেউ কেউ ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমেও বেশ কিছু খেলোয়াড় দলে টেনেছে।

মূল বিষয় হচ্ছে এই খেলোয়াড় দলে ভেড়াতেই সবচেয়ে বেশি খরচ করতে হচ্ছে এক একটি দলকে। বিপিএলের এই আসরে ছয়টি দল তাদের খেলোয়াড়দের জন্য ইতিমধ্যে ২২ কোটি ৬০ লাখ ৪০ হাজার টাকা খরচের হিসাব দেখিয়েছে। গেল বছর এই খরচের পরিমাণ ছিল ৩১ কোটি টাকার বেশি।

খেলোয়াড় কিনতে সবচেয়ে বেশি খরচ করেছে চিটাগং ভাইকিংস। আর সবচেয়ে কম করেছে বরিশাল বুলস। বিদেশি খেলোয়াড় কেনার ক্ষেত্রে সবচেয়ে বেশি খরচ করেছে খুলনা টাইটান্স। আর দেশি খেলোয়াড় কেনার ক্ষেত্রে সবচেয়ে বেশি খরচের তকমাটা গায়ে মেখেছে চিটাগং

ভাইকিংস।

চলুন দেখে নিই দলগুলোর খরচের তালিকা :

দল                                বিদেশি খেলোয়াড়              দেশি খেলোয়াড়               মোট
ঢাকা ডায়নামাইটস             ১৩,২৬০,০০০                  ২০,৬০০,০০০               ৩৩,৮৬০,০০০
চিটাগং ভাইকিংস                ১৩,২৬০,০০০                  ২৪,৫০০,০০০              ৩৭,৭৬০,০০০
কুমিল্লা ভিক্টোরিয়ান্স           ১০,১৪০,০০০                    ১৯,৯০০,০০০              ৩০,০৪০,০০০
রাজশাহী কিংস                   ১০,৯২০,০০০                    ২০,১০০,০০০              ৩১,০২০,০০০
বরিশাল বুলস                      ৮,৫৮০,০০০                    ২০,১০০,০০০               ২৮,৬৮০,০০০
রংপুর রাইডার্স                    ৮,৫৮০,০০০                    ২০,৭০০,০০০               ২৯,২৮০,০০০
খুলনা টাইটান্স                    ১৫,৬০০,০০০                   ১৯,৮০০,০০০             ৩৫,৪০০,০০০
মোট                                    ৮০,৩৪০,০০০                  ১৪৫,৭০০,০০০           ২২৬,০৪০,০০০।



মন্তব্য চালু নেই