বিপিএলে অনন্য মাইলফলক ছুঁলেন তামিম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে অনন্য এক মাইলফলক ছুঁলেন তামিম ইকবাল। চিটাগং ভাইকিংসের ওপেনার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের মাত্র তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ঢুকে গেলেন এক হাজার রানের ক্লাবে।

তামিমের আগে যে দু’জন এই ক্লাবে নাম লিখিয়েছেন তারাও বাংলাদেশি। চলতি বিপিএলের চতুর্থ আসরেই বরিশাল বুলসের অধিনায়ক মুশফিকুর রহিম ও খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এই মাইলফলক স্পর্শ করেন।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী কিংসের বিপক্ষে ম্যাচ শুরুর আগে হাজার রানের মাইলফলক থেকে ২৫ রান দূরে ছিলেন ভাইকিংস অধিনায়ক।

এদিন টসে হেরে ব্যাট করতে নেমে নবম ওভারে প্রতিপক্ষের অধিনায়ক ড্যারেন স্যামিকে চার হাঁকিয়ে এই অনন্য মাইলফলকে পৌঁছান বাংলাদেশ দলের ওপেনার তামিম।



মন্তব্য চালু নেই