বিপিএলের পয়েন্ট টেবিল, কোন দলের কী অবস্থা?
বিপিএলের তৃতীয় আসরের প্রথম পর্বের ঢাকা ও চট্টগ্রাম পর্বের খেলা শেষ হয়েছে। গত ২২ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রথম পর্বের ম্যাচগুলো। ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম পর্বের ম্যাচ অনুষ্ঠিত হয়।
আগামী ৬ ডিসেম্বর থেকে আবার ঢাকায় বিপিএলের ছয় দলের লড়াই শুরু হবে। টুর্নামেন্টের ফাইনাল হবে মিরপুর স্টেডিয়ামেই, ১৫ ডিসেম্বর।
বিপিএলে এখন পর্যন্ত ২০টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। চলুন দেখে নেওয়া যাক বিপিএলের পয়েন্ট টেবিলে কার কী অবস্থা।
দল ম্যাচ জয় হার পয়েন্ট রান রেট
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৭ ৫ ২ ১০ +০.৬৪৪
বরিশাল বুলস ৬ ৫ ১ ১০ +০.৪২২
রংপুর রাইডার্স ৭ ৪ ৩ ৮ +০.১৮৯
ঢাকা ডায়নামাইটস ৬ ৩ ৩ ৬ -০.২১৬
চিটাগং ভাইকিংস ৮ ২ ৬ ৪ -০.৪৬৫
সিলেট সুপারস্টার্স ৬ ১ ৫ ২ -০.৫৪৪।
মন্তব্য চালু নেই