বিপাশাকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন করণের সাবেক স্ত্রী

কিছুদিন আগেই একে অপরকে ডিভোর্স দিয়েছেন বলিউড অভিনেতা করণ সিং গ্রোভার এবং মডেল জেনিফার উইংগেট। নতুন করে বলিউড অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন করণ। আজ তাদের গায়ে হলুদ। আগামীকাল বিয়ে।

ডিভোর্সের আগে মডেল জেনিফারকে বিয়ে করা একটা ভুল ছিল বলে দাবি করেছিলেন করণ। তবে করণ এবং বিপাশার বিয়ে নিয়ে ভালোই উচ্ছ্বসিত জেনিফার। নতুন দম্পতিকে শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনি। নতুন বিবাহ জীবন সুখী হোক এই কামনাও করেছেন জেনিফার।

হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাতকারে জেনিফার বলেন, বিবাহ একটি সুন্দর বিষয়, যদি সেখানে স্বামী-স্ত্রী একসঙ্গে কাজ করে এবং একসঙ্গে থাকে। আমি মনে করি ভালোবাসা একটি গুরুত্বপূর্ণ জিনিস। যদি আপনি সেটা কারও জন্য অনুভব করেন।

তিনি বলেন, আমি তাদের নতুন জীবনের মঙ্গল কামনা করছি। তারা সবচেয়ে সুখী দম্পতি হিসেবে নিজেদের গড়ে তুলবে বলে আমি মনে করি।



মন্তব্য চালু নেই