বিপর্যয়ে বাংলাদেশ

কর্ণাটকের বিপক্ষে তিন দিনের ম্যাচে ভয়াবহ বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ ‘এ’ দল।

রনি তালুকদার (০), মুমিনুল হক (১) শুরুতে ফিরে যাওয়ার পর এনামুল হক (৫), সৌম্য (০), নাসির (৮) আসতে না আসতে সাজঘরে ফিরেছেন।

এই প্রতিবেদন লেখার সময় ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫৮।

সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুমিনুল। মহীশূরের শ্রীকান্তদত্ত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায়।আজ বিশ্রাম দেয়া হয়েছে পেসার রুবেল হোসেন এবং শফিউল ইসলামকে। দলে সুযোগ পেয়েছেন তাসকিনের বদলে ভারতে যাওয়া রাব্বি। আছেন জুবায়ের হোসেন এবং সাকলাইন সজীব।

সফরের ওয়ানডে সিরিজে ভারত ‘এ’ দলের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ ‘এ’ দল। বাংলাদেশ দ্বিতীয় তিন দিনের ম্যাচ খেলবে ২৭ সেপ্টেম্বর। দলবল নিয়ে হিথ স্ট্রিক ঢাকায় পা রাখবেন ৩০ অক্টোবর।

বাংলাদেশ একাদশ: এনামুল হক, রনি তালুকদার, মুমিনুল হক, লিটন দাস, সৌম্য সরকার, নাসির হোসেন, সাকলাইন সজীব, শুভাগত হোম, আল-আমিন হোসেন, জুবায়ের হোসেন, কামরুল ইসলাম রাব্বি।



মন্তব্য চালু নেই