বিপদ সংকেত | রাসেল আহম্মেদ

বিপদ সংকেত

রাসেল আহম্মেদ


সময় হলো
দুয়ার খোলো ঈমানের
মুসলীম বড় সঙ্কটে
আবাস শুনি বিপদের।
ঐ দিকে বার্মা এ দিকে ফিলিস্তিন
নির্মতা বেড়ে চলছে প্রতিদিন।
খুনে রাঙা মুসলীম ঐ
আগুনে পোড়া প্রান।
তিল তিল করে ওরা
কেরে নিচ্ছে জান।
শোন ঐ ইহুদিরা
মুসলীম নির্দন চিন্তায় ভিড়।
ওরা মুসলীম এই অপরাধ
তাই কাটছে শির।
চারদিকে রক্তের হলি
আজ জানোয়ার হয়ে গেছে
সব মানুষ গুলি।
মানুষে খাচ্ছে মানুষের রক্ত
মানুষের গোশত খেতে
মানুষরাই ক্ষিপ্ত ।
বিপদের সময়ে
হে মুসলীম ঈমানদার
জেগে উঠো আরেক বার।
ঘোষনা দাও জিহাদের।
পৃথিবী হয়তো হবে কাফেরদের
না হয় হবে মুসলীমের।



মন্তব্য চালু নেই