বিনা প্রতিদ্বন্দ্বিতায় আ’লীগের ২৫ চেয়ারম্যান প্রার্থী বিজয়ী

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের ২৫ চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব জেসমিন তুলি।

আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

তিনি বলেন, প্রথম ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ৭৩৯টি ইউপির নির্বাচন আগামী ২২ মার্চ। গতকাল (সোমবার) প্রথম ধাপের মনোনয়ন জমা দেয়ার শেষে তারিখে ২৫টি ইউপিতে আওয়ামী লীগ প্রার্থীর বিপরীতে কোন প্রার্থী মনোনয়ন জমা না দেয়ায় ওইসব ইউপিতে আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে।

তিনি আরও জানান, প্রথম ধাপে বিএনপি ৪৫টি ইউপিতে কোন প্রার্থী দিতে দেয় নি।



মন্তব্য চালু নেই