বিধ্বংসী আমির, দুর্দান্ত আমির
নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক লিগে ফেরা মোহাম্মদ আমির বিপিএলে স্বরূপে ফিরেছেন। গতি আর সুইংয়ে রংপুর রাইডার্সকে কাঁপিয়ে দিচ্ছেন তিনি। প্রথম ওভারে মেডেন নেয়ার পর তৃতীয় ওভারে এসেই শেষ দুই বলে সিমন্স আর সৌম্যকে সাজঘর দেখিয়েছেন তিনি। এই প্রতিবেদন লেখার সময় নয় ওভারে চার উইকেট হারিয়ে রংপুরের সংগ্রহ ২২। বাকী দুটি উইকেট নিয়েছেন তাসকিন এবং শফিউল।
তৃতীয় ওভারের পঞ্চম বল অফসাইডের বাইরে রেখেছিলেন আমির। সিমন্স রুম করে শট খেলতে যেয়ে মিডঅফে তামিমের হাতে ধরা পড়েন।
পরের বলে সৌম্য সরকারকে টেনে ইয়র্কার মারেন। সম্পূর্ণ পরাস্ত হন বাংলাদেশি ওপেনার। বল লাগে প্যাডে। বল লেগ স্ট্যাম্পে থাকলেও আঙুল উঁচু করেন আম্পায়ার। ১৫ বলে ২০ করে যান সৌম্য।
পরের ওভারের তৃতীয় বলে উইকেটের দেখা পান তাসকিন। গুড লেন্থের বলে তালগোল পাকিয়ে লাইন মিস করেন মোহাম্মদ মিথুন। বল লাগে প্যাডে। শূন্য রানে এলবিডিব্লিউ হয়ে ফিরতে বাংলাদেশ ‘এ’ দলের এই ব্যাটসম্যানকে।
বিপদের সময় দলকে টেনে তুলতে ব্যর্থ হন সাকিবও (১)।
শফিউলের গুডলেন্থ বলে লেগে রুম করে কাট করতে যেয়ে চিটাগাংয়ের উইকেটরক্ষক বিজয়ের হাতে ধরা পড়েন।
মন্তব্য চালু নেই