বিদ্যুৎস্পৃষ্ট বোনকে বাঁচাতে গিয়ে ভাইয়েরও মৃত্যু

যশোর সদর উপজেলার সিরাজসিনহা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাইবোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের আকবর বিশ্বাসের ছেলে তোরাব আলী (৩৬) ও মেয়ে সাবিনা (৩০)।

নিহত ভাইবোনের স্বজনরা জানায়, বাড়ির উঠানে টাঙানো বিদ্যুতের তারে শুকাতে দেওয়া কাপড় ওঠাতে গেলে প্রথম বিদ্যুৎস্পৃষ্ট হন সাবিনা। তাঁকে বাঁচাতে গেলে ভাই তোরাব আলীও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাঁদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দুজনকেই মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত ভাইবোনের স্বজনরা দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন।



মন্তব্য চালু নেই