বিদ্যুৎপৃষ্ট হয়ে রাজশাহীর বিনোদপুরে কাঠমিস্ত্রির মৃত্যু

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন বিনোদপুর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জয়নাল আবেদীন জলা (৫০) নামে এক কাঠ মিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তিনি বিনোদপুরের মির্জাপুর এলাকার মৃত আফসার আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানের বৈদ্যুতিক সংযোগ থেকে পুরো দোকানঘর বিদ্যুতায়িত হয়েছিল। বুধবার সকাল ১০টার দিকে জয়নাল দোকান খুলে ঘরের ভেতরে পড়ে থাকা টিন সরাতে গেলে তিনি বিদ্যুৎপৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।



মন্তব্য চালু নেই