বিদ্যুতের অভাব নেই, সমস্যা ডিস্ট্রিবিউশনে : সজীব ওয়াজেদ জয়

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘আমাদের চাহিদার তুলনায় বিদ্যুতের কোনো অভাব নেই। কিন্তু সমস্যা হচ্ছে বিদ্যুতের ডিস্ট্রিবিউশনে। দেশের সব জায়গায় এখনো ট্রান্সমিশন হয়নি।

শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এর আগে মতবিনিময় সভায় ফ্রিল্যান্সার সুলতানা পারভিন প্রশ্ন করেন, ‘বিদ্যুৎ ও উচ্চগতির ইন্টারনেট সংযোগ না থাকায় আউট সোর্সিংয়ের কাজ বাধাগ্রস্ত হচ্ছে।’

তা সমাধানের জন্য কোনো উদ্যোগ নেয়া হচ্ছে কিনা জানতে চান তিনি। এর জবাবেই জয় এ কথা বলেন।

জয় আরো বলেন, ‘আমরা সাবমেরিন ক্যাবলসহ বিভিন্ন মাধ্যমে ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত রয়েছি। কিন্তু এখনোও ডিস্ট্রিবিউশন সমস্যার কারণে সারা দেশে উচ্চগতির ইন্টারনেট সংযোগ পৌঁছায়নি। তবে সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে, যার মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ পৌঁছে দেয়া হবে।’



মন্তব্য চালু নেই