বিদ্যার সঙ্গে কাজ করবেন না এসআরকে

বলিউড বাদশাহ শাহরুখ খান(এসআরকে)। যার হাত দিয়ে অনেক নায়িকার অভিনয় শুরু। শুধু কি তাই আজ তারা বিটাউনে নিজেদের জায়গাও শক্ত করেছেন। আর এমন কোন নায়িকা নেই যারা একবারের জন্য হলেও কিং খানের সঙ্গে অভিনয় করতে চান না।

কিন্তু বলিউডের সফল অভিনেত্রী খ্যাত বিদ্যা বালান যে বলছেন অন্য কথা। শাহরুখ খান তথা এসআরকে’র সঙ্গে এখনই কাজ করবেন তিনি। আর এ তথ্য জানিয়ে দিলেন স্বয়ং এসআরকে। নিশ্চয়ই ভাবছেন সম্প্রতি শাহরুখ খান (এসআরকে) তো এমন কোনও কমেন্ট করেননি। তাহলে বি-টাউনের এই নতুন ‘এসআরকে’ কে? তিনি বিদ্যার স্বামী সিদ্ধার্থ রয় কাপুর (এসআরকে)। বলিউ়়ডের এই প্রথম সারির প্রযোজক জানিয়ে দিয়েছেন, আপাতত বিদ্যার সঙ্গে কাজ করার কোনও পরিকল্পনা নেই তার।

সিদ্ধার্থের কথায়, ‘এখন আমি আর বিদ্যা দু’টো আলাদা প্রজেক্টে ব্যস্ত। আর এটা নিয়েই আমরা খুশি। এখনই একসঙ্গে কাজ করছি না।’



মন্তব্য চালু নেই