বিদেশে যাওয়ার সকল সেবা এখন জেলা পর্যায়ে
বিদেশে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন থেকে শুরু করে সকল সেবা এখন জেলা পর্যায়ে দেয়া হচ্ছে। প্রথম জেলা হিসেবে চট্টগ্রামের বিদেশগামীদের এখন আর ঢাকায় আসতে হচ্ছে না।
বৈদেশিক কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি জানিয়েছে, এর ফলে ঢাকায় আসার হয়রানি কমেছে, দালালদের দৌরাত্ম্য থেকেও রক্ষা পাচ্ছে বিদেশগামীরা।
চট্টগ্রাম থেকে যারা বিদেশে কাজ করতে যেতে ইচ্ছুক তারা এখন শহরের অফিসে রেজিস্ট্রেশন থেকে শুরু করে বিদেশ যাওয়া পর্যন্ত প্রয়োজনীয সব সেবা পাচ্ছেন। দেশের প্রায় ১ কোটি প্রবাসীদের মধ্যে প্রায় ১৫ লাখ গেছে চট্টগ্রাম থেকে।
বিদেশে কাজ করতে যেতে ইচ্ছুক একজন বাংলাদেশীকে রেজিস্ট্রেশন করা, ফিঙ্গার প্রিন্ট নেয়া, স্মার্ট কার্ড, গমনপূর্ব প্রশিক্ষণসহ ৫টি সেবা নিতে হয়। আগে এর সবগুলো ঢাকায় এসে করতে হতে। সে সময় হয়রানি ও দালালদের খপ্পরে পড়তে হতো তাদের। বর্তমানে চট্টগ্রামের পাশাপাশি সিলেটেও সবগুলো সেবা দেয়া হচ্ছে। ২৫টি জেলায় দেয়া হচ্ছে ফিঙ্গার প্রিন্ট সেবা।
মন্তব্য চালু নেই