‘বিদেশে বসে দেশের রাজনীতি পরিবর্তন সম্ভব নয়’

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, ‘বিদেশে বসে দেশের অভ্যন্তরের রাজনীতি পরিবর্তন করা সম্ভব নয়। দেশের রাজনীতিতে পরিবর্তন করতে হলে দেশে থেকেই সেটা করতে হবে।’
তিনি আরো বলেন, ‘বিএনপির রাজনীতিতে এখন বেহাল দশা চলছে। এটা (খালেদার বিদেশ যাত্রা) তারই বহিঃপ্রকাশ।’
শনিবার সকালে নারায়ণগঞ্জের কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থান পরিদর্শনের সময় এসব কথা বলেন। এসময় সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
মহাসড়কে যানজট সম্পর্কে তিনি বলেন, ‘ঈদের আগে মহাসড়কগুলো শতভাগ যানবাহন চলাচল উপযোগী করে তোলা যায়নি। যে কারণে সম্পূর্ণ যানজট মুক্ত করা সম্ভব হবে না।’
তিনি আরো বলেন, ‘এবার ঈদের সময় দেশের সকল মহাসড়কের পাশে পশুর হাট বসতে দেওয়া হয়নি। মহাসড়কগুলোতে নসিমন করিমন চলতে না দেওয়ায় সড়ক দুর্ঘটনা কমে গেছে।’
মন্ত্রীর সড়ক পরিদর্শনের আগে সড়ক ও জনপথ বিভাগ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় দ্রুত মেরামতের কাজ শুরু করে।

































মন্তব্য চালু নেই