বিদেশে থাকা স্বামীকে ফিরে পেতে অভিনব কৌশল নিলেন এই অভিনেত্রী

নাবালক সন্তানদের অধিকার চেয়ে আদালতে গেলেন ভারতের দক্ষিণী অভিনেত্রী রম্ভা। তবে ফ্যামিলি কোর্টের প্রিসাইডিং অফিসার অনুপস্থিত থাকায় ১৭ জানুয়ারি এ ব্যাপারে শুনানি হবে।

তাঁকে ছেড়ে বিদেশ পাড়ি দেওয়া স্বামীকে ফিরিয়ে আনার আবেদন করে ২৫ অক্টোবর রম্ভা ফ্যামিলি কোর্টে যান। হিন্দু বিবাহ আইনের সেকশন ৯-এর আওতায় তিনি আবেদন করেন, স্বামীর সঙ্গে তাঁকে পুনর্মিলিত হতে দেওয়া হোক। এই ধারা অনুযায়ী, যদি কোনও স্বামী বা স্ত্রী কারণ ছাড়াই অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যান, তবে অভিযোগকারী ব্যক্তি তাঁর সঙ্গে পুনর্মিলিত হওয়ার আবেদন করতে পারেন।

রম্ভা জানিয়েছেন, স্বামী ইন্দ্রণ পাথামানাথনকে ফিরে পেতে চান তিনি। কানাডার ওই ব্যবসায়ীর সঙ্গে ২০১০-এ তাঁর বিয়ে হয়। দুটি সন্তান থাকা সত্ত্বেও কিছুদিন ধরে আলাদা থাকছেন তাঁরা। রম্ভার অভিযোগ, তাঁর স্বামীর আগে একটি বিয়ে ছিল। ২০০৩-এ সেই আগের পক্ষের স্ত্রীর সঙ্গে তাঁর ডিভোর্স হয়ে যায়। কিন্তু আগের বিয়ের ব্যাপারে কিছু না জানিয়ে ইন্দ্রণ বিয়ে করেন তাঁকে। স্বামী ও শ্বশুরবাড়ির আত্মীয়রা তাঁর ওপর অত্যাচার করতেন বলেও অভিযোগ করেছেন তিনি।

বিষয়টি নিয়ে কানাডার আদালতে গিয়েছেন রম্ভার স্বামীও। সেখানকার আদালতের হস্তক্ষেপে ছেলেমেয়েদের থেকে দূরে থাকতে হয় রম্ভাকে। পরে উচ্চতর আদালতে আবেদন করে তিনি সন্তানদের কাছে রাখার অনুমতি পান।

এর আগেও ইন্দ্রণ-রম্ভার অশান্তি আদালত পর্যন্ত গড়িয়েছে। আদালতের নির্দেশে রম্ভার কাছে ক্ষমাপ্রার্থনা করে ইন্দ্রণ ফিরে আসেন তাঁর কাছে। কিন্তু ফের তাঁকে ছেড়ে কানাডা পাড়ি দিয়েছেন তিনি। -এবিপি আনন্দ।



মন্তব্য চালু নেই