বিদেশীনির সঙ্গে শাহরুখের লুঙ্গি ড্যান্স (ভিডিও)
বলিউড কিং শাহরুখ খান সম্প্রতি ভারতের কোচিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল অ্যাডভ্যাটাইজিং এজেন্সির (আইএএ) রজত জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে তার জনপ্রিয় সিনেমা চেন্নাই এক্সপ্রেস-এর ‘লুঙ্গি ড্যান্স’ নেচে দর্শক মাতিয়েছেন তিনি।
গত ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠানের উদ্বোধন করেন শাহরুখ। এরপর উপস্থিত সকলের সামনে বক্তব্য রাখেন বলিউড সুপারস্টার। পরে অনুষ্ঠানে উপস্থিত বিদেশী অতিথি এবং এক বিদেশীনির সঙ্গে ‘লুঙ্গি ড্যান্স’ গানের তালে নাচেন শাহরুখ। এ সময় তাদের পরনেও ছিল লুঙ্গি।
এক প্রতিবেদনে বলা হয়েছে, দিলওয়ালে সিনেমার শুটিংয়ে আইসল্যান্ড ছিলেন শাহরুখ খান। সেখান থেকে সরাসরি কোচির এই অনুষ্ঠানে হাজির হন তিনি। ‘লুঙ্গি ড্যান্স’ ছাড়াও অনুষ্ঠানে ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’ গানটিতে পারফর্ম করেন এ তারকা।
শাহরুখ এখন ব্যস্ত আছেন রোহিত শেঠি পরিচালিত দিলওয়ালে সিনেমার শুটিং নিয়ে। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী কাজল। এছাড়া শাহরুখের সামনে রয়েছে রাইস এবং ফ্যান সিনেমার কাজ।
দেখুন: বিদেশীনির সঙ্গে শাহরুখের লুঙ্গি ড্যান্স
https://youtu.be/K7PlAgMDkww
মন্তব্য চালু নেই