বিদেশি হত্যায় বিএনপি-জামায়াতের হাত থাকতে পারে

বিদেশি হত্যাকাণ্ডের পেছনে বিএনপি-জামায়াতের হাত থাকতে পারে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, হত্যাকারীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে।
রবিবার গণভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশে স্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। কারা এটা নষ্ট করতে চাইছে- দেশবাসীকে এটা বুঝতে হবে।
তিনি বলেন, দেশের অনেক অর্জন আছে। দেশ অনেক দূর এগিয়ে যাচ্ছে। এসব কিছুর জন্য কি সব অর্জন ধ্বংস হয়ে গেল? তা ঠিক নয়। এটার পেছনে মদদ আছে। এসব ঘটনা যারা ঘটাচ্ছে তার পেছনে মোটিভ আছে। উদ্দেশ্য আছে। নিশ্চয়ই বিএনপি জামায়াতের হাত আছে।
খুনিদের মানবাধিকার নিয়ে সবাই দুশ্চিন্তা করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে। স্কুলে ঢুকে মানুষ মারা হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, খুনিদের মানবাধিকার নিয়ে তারাই কথা বলছে।
জনগণের সচেতনতা খুব বেশি দরকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী ৯৩দিন তার কার্যালয়ে বসে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে। আর্মি নিয়ে অনেক নাড়াচাড়া করেছে। তারা বলছে, আর্মির ওপর পুরো নিয়ন্ত্রণ রেখেছে প্রধানমন্ত্রী। এই কথার মাধ্যমে বুঝা যায় যে, তারা আর্মি নিয়ে অনেক নাড়াচাড়া করছে।
মন্তব্য চালু নেই