বিদেশি কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি নেতারা। বুধবার বিকেল গুলশানে হেরিটেজ হোটেলে এ বৈঠক হয়।
বৈঠকে ফ্রান্স, সিঙ্গাপুর ও নেদারল্যাণ্ডের রাষ্ট্রদূত, অস্ট্রেলিয়ার হাইকমিশনার, মার্কিন দূতাবাসের কর্মকর্তা, জাতিসংঘের প্রকল্প অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএনপি নেতাদের মধ্যে ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা কমিটির আহ্বায়ক শফিক রেহমান, রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন, ড. এম ওসমান ফারুক, শমসের মবিন চৌধুরী, ড. আসাদুজ্জামান রিপন প্রমুখ।
বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, ও আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন সাংবাদিকদের জানিয়েছেন, এটা নিয়মিত বৈঠকের অংশ হিসেবেই অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বিভিন্ন জায়গায় সরকারের সংশ্লিষ্টতার অভিযোগের বিষয় নিয়েই মূলত বৈঠকে আলোচনা হয়েছে।’
কূটনীতিকরা দেশের এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বলেও জানান তিনি।



মন্তব্য চালু নেই