বিদিশার সঙ্গে দেখা হলো না এরশাদের

নানামুখী চাপে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের ভারত সফর বাতিল হয়ে গেছে। চিকিৎসার নামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ এই দূতের ভারত সফরে যাওয়ার কথা ছিল আজ বিকালে।

বর্তমানে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।ভারত সফর বাতিল হওয়ায় এই মুহূর্তে বিদিশার সঙ্গে এরশাদের আর সাঙ্গাৎ হলো না।জানা গেছে বিদিশা এখন ভারত সফরে রয়েছেন।

জাপার একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, এরশাদ আপাতত ভারত যাচ্ছেন না।তিনি দেশেই সিএমএইচে চিকিৎসা নিচ্ছেন। এরশাদ হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ায় তার ভারত সফর বাতিল করা হয়।

সূত্রে জানা গেছে, এরশাদের সাবেক সহধর্মিনী বিদিশা ভারতে যাওয়ায় এবং এরশাদ তার সঙ্গে দেখা করবেন- এমন সংবাদে ক্ষুব্ধ হন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

এ নিয়ে এরশাদের সঙ্গে রওশন এরশাদের তুমুল বাকবিতন্ডা হয় শনিবার রাতে। আর একারনেই হঠাৎ করে  এরশাদ তার সফর বাতিল করেন।

তবে আরেকটি সূত্রের দাবি, সরকারের চাপেই ভারত সফর বাতিল করেছেন এরশাদ। সরকার এই মুহূর্তে চাচ্ছে না বিজেপি সরকারের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে এরশাদের সুসম্পর্ক গড়ে উঠুক।



মন্তব্য চালু নেই