বিদায় বেলায় যা বললেন জাভি

বার্সেলোনার জার্সিতে লা লিগায় আর দেখা যাবে না জাভি হার্নান্দেজকে। শনিবার কাতালানদের হয়ে নিজের শেষ লিগ ম্যাচ খেলেছেন এই স্প্যানিশ মিডফিল্ডার।

লা লিগায় জাভির বিদায়ী ম্যাচটি অবশ্য জয় দিয়ে স্মরণীয় করে রাখতে পারেনি বার্সেলোনা। দেপোর্তিভোর বিপক্ষে লিওনেল মেসির জোড়া গোলে এগিয়ে এগিয়েও ২-২ গোলে ড্র করে লুইস এনরিকের দল। অবশ্য তাতে কোনো ক্ষতি হয়নি। লিগের শিরোপাটা আগের ম্যাচেই নিশ্চিত করেছিল বার্সা। শনিবার ড্র করলেও শিরোপা হাতে উৎসবটা বেশ ভালোমতোই করেছে মেসি-নেইমার-জাভিরা।

ম্যাচে শেষে শিরোপা তুলে দেওয়া হয় চ্যাম্পিয়নের হয়ে শেষ ম্যাচে অধিনায়কত্ব করা জাভির হাতেই। ১৭ বছরের ক্যারিয়ারে বার্সার হয়ে এটা জাভির অষ্টম লিগ শিরোপা। সমৃদ্ধ এক বার্সা ক্যারিয়ার শেষ করেই কাতারের ক্লাব আল সাদে যোগ দিচ্ছেন জাভি। আগামী ৩০ মে কোপা দেল রের ফাইনাল ও ৬ জুন চ্যাম্পিয়নস লিগের ফাইনাল- বার্সার জার্সিতে আর দুটি ম্যাচ খেলবেন জাভি। তবে লা লিগায় এটাই ছিল তার শেষ ম্যাচ।

লা লিগায় বার্সার জার্সিতে নিজের বিদায়ী ম্যাচ শেষে সবাইকে ধন্যবাদ জানান জাভি। বলেন, ‘সবাইকে শুভ বিকেল, সব কিছুর জন্য ধন্যবাদ। আজ (শনিবার) এবং সকল মৌসুমের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা জানেন না বার্সার খেলোয়াড় হিসেবে আমি কতোটা গর্বিত। আমরা বিশ্বের সেরা দল।’

বক্তব্য রাখতে গিয়ে বারবারই চোখ ভিজে উঠছিল জাভির। কন্ঠ রুদ্ধ হয়ে আসছিল। এরমধ্যেই চোখ মুছে মুছে বক্তব্য রাখছিলেন তিনি। তার এই বেদনার প্রভাব ছুঁয়ে যায় গ্যালারি উপচে পড়া দর্শকদের মনও। পরিবার ও বন্ধুদের ধন্যবাদ জানিয়ে জাভি বলেন, ‘আমি আমার স্ত্রী, বাবা-মা ও বন্ধুদের ধন্যবাদ জানাতে চাই। তারা সত্যিই অসাধারণ।’

লা লিগার পর এবার কোপা দেল রে ও চ্যাম্পিয়নস লিগের শিরোপাও জিততে চান জাভি। আর এই দুই শিরোপা জিতে ক্যাম্প ন্যুয়ে ফিরে সমর্থকদের সঙ্গে আবার শিরোপা-উদযাপন করতে চান তিনি। ৩৫ বছর বয়সি এই মিডফিল্ডার বলেন, ‘এটা বিশেষ একটা দিন। কিন্তু আমরা কাপ (কোপা দেল রে) ও চ্যাম্পিয়নস লিগের শিরোপাও জিততে চাই। ৭ জুন এখানে ফিরে আপনাদের সঙ্গে আবার শিরোপা-উদযাপন করতে চাই আমরা।’

আগামী ৩০ জুন ক্যাম্প ন্যুয়ে কোপা দেল রের ফাইনালে অ্যাথলেটিক বিলবাও ও ৬ জুন বার্লিনে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে খেলবে বার্সা। এই দুই প্রতিযোগিতার শিরোপা জিততে পারলে প্রথম ক্লাব হিসেবে দুইবার ট্রেবল-শিরোপা জিতবে স্প্যানিশ জায়ান্টরা।



মন্তব্য চালু নেই