বিদায় পৃথিবী, ক্ষমা করে দিও : মারজুক রাসেল
ভাবছেন শিরোনাম এমন কেন? মারজুক রাসেল ও ভাবনার দাম্পত্য জীবনে চলছে কলহ। এর জের ধরে মারজুক ঘর ছেড়ে বেরিয়েছেন বিষের শিশি হাতে। আর পুরো ঘটনাই ঘটেছে নাটক ’ফরগিভ মি‘ তে।
নাটকের গল্পে দেখা যাবে, আশরাফ সাহেব একজন গোবেচারা ভদ্রলোক। সবসময় হাসি-খুশি থাকতে পছন্দ করেন। প্রতিদিনের মত অফিসে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছেন। পথে একটা নির্মানাধীন ভবন দেখে তার ভেতরে ঢুকে পড়েন। সিঁড়ি দিয়ে উপরে উঠে নিজের ল্যাপটপ ওপেন করেন। পকেট থেকে ছোট্ট একটা বোতল বের করে কয়েকটি সেলফি তোলেন।
ছবিগুলো ফেসবুকে আপলোড করেন এবং স্ট্যাটাস দেন- ‘বিদায় পৃথিবী, ক্ষমা করে দিও।’ দাম্পত্য জীবনে স্ত্রীর সঙ্গে অনবরত কলহ তাকে জীবনের প্রতি বিতৃষ্ণ করে তুলেছে। তাই তিনি জীবন থেকে অব্যাহতি নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে শেষ পর্যন্ত তার পরিণতি কি হয় সেটা দেখার জন্য চোখ রাখতে হবে নাটক ‘ফরগিভ মি’-তে।
নাটকটিতে আশরাফ সাহেবের চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল। তার স্ত্রী সেজেছেন অভিনেত্রী ভাবনা। সুজন হালদারের রচনা ও মোরশেদ রাকিনের পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন তৌসিফ ও ঈশিকা।
২০ মার্চ, শুক্রবার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।
মন্তব্য চালু নেই