বিদায়ে আবেগাপ্লুত জাভি

লুইস এনরিকের সেরা একাদশে ছিলেন না তিনি। বসে থাকতে হয়েছে সাইডলাইনে। শেষ ম্যাচটা কি তবে সাইড লাইনে বসেই কাটাতে হবে! লুইস এনরিকের মন সদয় হলো। মাঠে নামালেন ৭৮ মিনিটে। এরপর তো বাকিটা ছিল স্বপ্নই। বার্সাকে দ্বিতীয়বারেরমত ট্রেবল উপহার দিয়ে মিশেল প্লাতিনির হাত থেকে তুলে নিলেন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।

জাভি2ইচ্ছা ছিল শেষ বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাত লাগাবেন। শেষ বারের মতো বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন করতে চেয়েছিলেন। সেই ইচ্ছাপূরণ হয়েছে। তাই বিদায়বেলায় আবেগমথিত হয়ে পড়েছেন বার্সার অন্যতম সেরা মিডফিল্ডার জাভি হার্নান্ডেজ। শুধু তাই নয়, বার্সার হয়ে শেষ ম্যাচ খেলে গভীর হতাশায়ও ভুগছেন স্পেনের এই তারকা ফুটবলারটি।

বার্সাকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে জাভি বলেছেন, ‘বার্সা ছাড়া আমার কাছে খুব দুঃখজনক ঘটনা। আমি খুব নস্টালজিক হয়ে পড়েছি। সত্যি সত্যিই আমি ট্রফি জিততে চেয়েছিলাম। বার্সাকে ট্রফি জিতিয়ে ক্লাব ছাড়ব ঠিক করেছিলাম। সেটা করতে পারলাম বলে খুব ভালো লাগছে।’

একইসঙ্গে জাভি কোচের সমর্থনে বলেছেন, ‘লুইস এনরিকেকে নিয়ে অনেক সমালোচনা করা হয়েছিল। এই ট্রফি পাওয়া দরকার ছিল এনরিকের। সবথেকে ভালো হয় যদি পরের মওসুমে ফের এনরিকে কোচ থাকেন বার্সার।’



মন্তব্য চালু নেই