‘বিতর্কিত নির্বাচন, সুষ্ঠু হওয়ার চান্স নেই’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে বির্তকিত আখ্যায়িত করে বিএনপি সমর্থিত প্রাথী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস বলেছেন, ‘নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো চান্স নেই।’

মঙ্গলবার সকালে শাহজানাপুর মির্জা আব্বাস বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্র, ফকিরাপুল স্কুল কেন্দ্র ও শান্তিনগর লুৎফা একাডেমি কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

আফরোজা আব্বাস অভিযোগ করেন যে, কোনো কেন্দ্রে তাদের পোলিং এজেন্টদের প্রবেশ করতে দেওয়া হয়নি।

আফরোজা আব্বাস মির্জা আব্বাস বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের ভোটার হলেও তিনি সকালে সেখানে ভোট দেননি।

আব্বাসপত্নী সাংবাদিকদের জানান, সকাল থেকে তিনি বিভিন্ন ভোটকেন্দ্রে পরিদর্শন করেছেন। মির্জা আব্বাসের এজেন্টেদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। তাদের বাধা দেওয়া হচ্ছে। অনেককে হুমকি দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘এসব অভিযোগের ব্যাপারে আমি রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছি। কিন্তু তার কোনো রকম প্রতিকার দেখছি না। ভোটারদের মধ্যে আটক আতঙ্ক বিরাজ করছে।’

আফরোজা আব্বাসের অভিযোগের বিষয়ে শান্তিনগর লুৎফা একাডেমি কেন্দ্রের রিটাইনিং কর্মকর্তা বলেন, ‘সকল প্রার্থীর এজেন্ট এখনো উপস্থিত হয়নি।’

এদিকে, মির্জা আব্বাস বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে কোনো গণমাধ্যমকর্মীকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।



মন্তব্য চালু নেই