বিজয় দিবস উপলক্ষে মাগুরায় ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে মাগুরা পৌরসভার আয়োজনে ঐতিহ্যবাহী লাঠিখেলা মাগুরা শহরের নোমানী ময়দানে শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম। লাঠিখেলায় সোনাইকুন্ডি, নিজনান্দুয়ালী, শ্রীপুরের মুর্তজাপুর, নালিয়ার ডাঙ্গা ও ঝিনাইদহের পরানপুর গ্রামের ৬টি লাঠিদল অংশ নেয়। মোট ৬০ জন সদস্য এ লাঠিখেলায় অংশ নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আবু রেজা নান্টু। মাগুরার নানা শ্রেণীপেশার মানুষ এ খেলা উপভোগ করেন। এ লাঠি খেলায় ধারাভাষ্য প্রদান করেন জাতীয় ধারাভাষ্যকার প্রদুৎ কুমার রায়।



মন্তব্য চালু নেই