বিজয় দিবসের পর ‘একাত্তরের মা জননী’

আগামী ১৯ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে শাহ আলম কিরণ পরিচালিত ‘একাত্তরের মা জননী’ ছবিটি। আনিসুল হকের ‘জননী সাহসিনী ১৯৭১’ অবলম্বনে নির্মিত এই ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা নিপুন। ছবিতে তাকে তিন রূপে দেখা যাবে।

আগামী বিজয় দিবসের দিন ছবিটি মুক্তি পাবার কথা ছিলো। ২০১২ অর্থবছরে সরকারি অনুদান প্রাপ্ত এই ছবির প্রেক্ষাপট মূলত মুক্তিযুদ্ধের আগে, মুক্তিযুদ্ধের সময় এবং মুক্তিযুদ্ধের পরবর্তী ঘটনা।

ছবিটি মুক্তি দেয়া প্রসঙ্গে পরিচালক শাহ আলম কিরণ বলেন, ‘ছবির শ্যুটিং, ডাবিং, এমন কি এডিটিং এর কাজও শেষ। এখন ফাইনাল কাটের কাজ চলছে। এর পরপরই সেন্সর বোর্ডের কাছে এটি জমা দেয়া হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা ছবিটি বিজয় দিবসের দিন মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু ১৯ ডিসেম্বর 1465840_586858091379876_1945128129_oশুক্রবার হবার কারণে সেদিনই ছবি মুক্তির তারিখ নির্ধারণ করেছি। আশা করছি কথা রাখতে পারব।’

নিপুণ ছাড়াও ছবিতে আরো অভিনয় করেছেন শাকিল আহমেদ, মম মোর্শেদ, আগুন, সাজু, শিশুশিল্পী সোহান প্রমুখ। ছবির আবহ সংগীত করেছেন ইমন সাহা।



মন্তব্য চালু নেই