বিজয়ের নেতৃত্বে ইডেনে যাচ্ছে বিসিবি একাদশ

কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়ামের ১৫০বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে আচার্য্য মেমোরিয়াল ট্রফি। সেই ট্রফিতে অংশ নেয়ার জন্য পনের সদস্যের দল পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার লক্ষ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করল বিসিবি।

আগামী শনিবার থেকে শুরু হবে চার দল নিয়ে ওয়ানডে টুর্নামেন্ট। শনিবার শুরু হয়ে ১ নভেম্বর পর্যন্ত চলবে এ টুর্নামেন্টটি। ঘোষিত ১৫ সদস্যের বিসিবি একাদশে রয়েছেন নাসির হোসেন, এনামুল হক বিজয়, নাঈম ইসলাম ও সাব্বির রহমানও।

কলকাতায় এই টুর্নামেন্ট চলাকালীন সময়েই বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ শুরু হয়ে যাবে। তাই টেস্ট দলে নাসির হোসেন, এনামুল হক বিজয়, নাইম ইসলামের জায়গা হচ্ছে না সেটা এখন বলাই যায়। বিসিবি একাদশের অধিনায়কের দায়িত্ব পালন করবেন এনামুল হক বিজয়।

বিসিবি একাদশ:
এনামুল হক বিজয় (অধিনায়ক), নাঈম ইসলাম (সহঅধিনায়ক), লিটন কুমার দাস, মিঠুন আলী, সাব্বির রহমান, সৌম্য সরকার, নাসির হোসেন, নুরুল হাসান, আরাফাত সানি, ইলিয়াস সানি, মোঃ শহীদ, আবুল হাসান, কামরুল ইসলাম রাব্বি, তাসকিন আহমেদ ও মুক্তার আলী।



মন্তব্য চালু নেই