বিজয়ী সেলিম ওসমানই
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনায় বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমান।
বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে ১৪১টি কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে এ ঘোষণা দেয়া হয়।
সেলিম ওসমান লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৮৩ হাজার ৯শ’ ৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি এসএম আকরাম আনারস প্রতীকে পেয়েছেন ৬৬ হাজার ৪শ’ ২৯ ভোট।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের নিয়ন্ত্রণ কক্ষ থেকে প্রাথমিকভাবে এ তথ্য জানা গেছে। এর আগে বিকেল চারটার দিকে প্রিজাইডিং অফিসারদের তত্ত্বাবধানে স্ব স্ব কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষে ভোট গণনা শুরু করে নির্বাচনী কর্মকর্তারা।
সকাল ৮টা থেকে সদর-বন্দর আসনের ১৪১টি কেন্দ্রের ৬৭৪টি কক্ষে ভোট গ্রহণ শুরু হয়।
প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল জাতীয় পার্টির সংসদ সদস্য নাসিম ওসমান মারা যাওয়ার পর নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসন শূন্য হয়। এরপর নির্বাচন কমিশন ২৬ জুন ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে। এ উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পান নাসিম ওসমানের ছোট ভাই ব্যবসায়ী নেতা সেলিম ওসমান।
মন্তব্য চালু নেই