বিজ্ঞাপনে আমিরের পারিশ্রমিক ১০০ কোটি টাকা!
দঙ্গল’ ছবি মুক্তির পর নতুন করে যেন আবার যৌবন ফিরে পেয়েছেন আমির খান। আজকাল কাজের পারিশ্রমিকও হাঁকাচ্ছেন আকাশচুম্বী!
‘নয়ি সোচ’ নামের নতুন একটি পণ্যের বিজ্ঞাপনে কাজ করছেন তিনি। আর এই বিজ্ঞাপনের জন্য নাকি ১০০ কোটি টাকা নিয়েছেন!
শোনা যাচ্ছে শুধুমাত্র এই বিজ্ঞাপনে মুখ দেখানোই নয়, ‘এর মার্কেটিং স্ট্র্যাটেজি ঠিক করা থেকে শুরু করে প্রচারের ধরন সবটাই ঠিক করেছেন ‘থ্রি ইডিয়েটস’ ছবির এই অভিনেতা নিজেই। আর এই সবটা মিলিয়েই ১০০ কোটি টাকা সম্মানি নিচ্ছেন তিনি।
বরাবরই নিজের কাজ ও যোগ্যতার মূল্যায়ন করতে জানেন আমির। তাই স্বস্তায় তাকে মেলে না। অবশ্য, অনেক দামে পাওয়া আমির কখনোই কাউকে হতাশ করেননি। তাই চাহিদাটাও ধরে রাখতে পেরেছেন।
মন্তব্য চালু নেই