বিজ্ঞাপনের ডাবিংয়ে অনন্ত জলিল

নতুন একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন নায়ক অনন্ত জলিল। এতে তার সঙ্গে আরও থাকবেন শায়লা সাবি। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন রানা মাসুদ। ইতিমধ্যে বিজ্ঞাপনের শুটিং শেষ হয়েছে। এসবই পুরনো খবর।

নতুন খবর হল আর বেশিদিন দর্শকদের অপেক্ষা করতে হচ্ছে না বিজ্ঞাপনটি দেখার জন্য। ইতিমধ্যে বিজ্ঞাপনে নিজের অংশের ডাবিং শেষ করেছেন অনন্ত। গত ২০ ডিসেম্বর জিঙ্গেল কিং রিপন খানের ইকিউ মিউজিক স্টেশনে এর ডাবিং সম্পন্ন হয়। এসময় এখানে অনন্তর সঙ্গে উপস্থিত ছিলেন এই বিজ্ঞাপন সংশ্লিষ্ট আরও অনেকেই।



মন্তব্য চালু নেই