বিজ্ঞানী আইনস্টাইন, হকিংয়ের চেয়েও এগিয়ে যে কিশোরী!
বিশ্ব সেরা বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন, স্টিফেন হকিংয়ের থেকেও ধীশক্তিসম্পন্ন ১২ বছরের মেয়ে! মেনসা আই কিউ (ইন্টেলিজেন্ট কোশেন্ট) টেস্টে ১৬২ পয়েন্ট পাওয়ার পরই ব্রিটেনের এই নাবালিকাকে ঘিরে শুরু হয়েছে তুমুল জল্পনা৷ এইভাবে চলতে থাকলে ভবিষ্যতে সে ধীশক্তিতে হকিং, আইনস্টাইন, বিল গেটসকেও হার মানাবে বলে মনে করা হচ্ছে৷ যাঁদের প্রত্যেকের আই কিউ ১৬০ বলেই ধরা হয়৷
নিকোলে বার নামে ওই নাবালিকার মা বলেন, ‘আমার মেয়ে খুবই পরিশ্রমী৷ স্কুল থেকে ফিরেই হোমওয়ার্ক করতে বসে যায় নিকোলে৷ কোনওভাবেই সময় নষ্ট করে না৷ খুব ছোটবেলা থেকেই বই ও ম্যাগাজিনগুলির ভুল ধরে ফেলা তার স্বভাব৷’
গত সপ্তাহে পাওয়া আই কিউ টেস্টের ফল দেখে নিজেও বিস্মিত সপ্তম শ্রেণির ছাত্রী নিকোলে৷ তবে, পড়াশোনার পাশাপাশি গান ও নাটক করতেও ভালোবাসে সে৷ খুব ছোট থেকেই কঠিন কঠিন গাণিতিক সমাধান সে এক নিমেষেই করে ফেলতে পারে বলে জানিয়েছেন নিকোলের শিক্ষকরা৷
মন্তব্য চালু নেই