বিজিবির সাথে দ্বন্দের জের ধরে ঢাকা-আরিচা মহসড়ক ১ ঘন্টা অবরোধ

টিপু সুলতান (রবিন), স্টাফ করেসপন্ডেন্ট : চট্টগ্রামের টেকনাফে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সফরের গাড়িতে বিজিবির তল্লাশী নিয়ে বিজিবির সাথে দ্বন্দের জের ধরে ঢাকা-আরিচা মহসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। প্রায় একঘন্টা মহাসড়ক অবরোধে এসময় কয়েক হাজার যানবাহন আটকে পরে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরী গেইট এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানায় গত তিনদিন আগে একশত ষাটজন শিক্ষার্থী নিয়ে বান্দরবন ও সেন্টমার্টিনে শিক্ষা সফরে যান পদার্থ বিজ্ঞান বিভাগের তিন শিক্ষক।

বৃহস্পতিবার ফেরার পথে টেকনাফে শিক্ষা সফরের গাড়ীতে বিজিবির তল্লাশী চলাকালে শিক্ষক-শিক্ষার্থী ও বিজিবির সদস্যদের কথাকাটাকাটি হয়।

এসময় শিক্ষক-শিক্ষার্থীদের লাঞ্চিত করার অভিযোগ করে শিক্ষার্থীরা।

ক্যাম্পাসে খবর ছড়িয়ে পরলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডেইরী গেইট এলাকায় ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে।
এসময় মহাসড়কটির উভয় পাশে আটকে পরে কয়েক হাজার যানবাহন।

পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পুলিশ সদস্যরা ঘটনার সুষ্টু সমাধানের আশ্বাস দিলে প্রায় এক ঘন্টা পর মহাসড়ক ছেড়ে দেয় শিক্ষার্থীরা।



মন্তব্য চালু নেই